বৃহস্পতিবার সকালে নগরীর বন্দর থানার বিপরীতে রাস্তার ফুটপাথ
থেকে শিশু ও তার মাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার এএসআই মো. আমান উল্লাহ।
শিশু ও তার মাকে উদ্ধারকারী এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তার পাশ দিয়ে ডিউটিতে যাওয়ার সময় ওই নারীর চিৎকার শুনে
গাড়ি থামাই। এসময় তার শিশুটি ভূমিষ্ঠ হয়। এসময় দৌড়ে গিয়ে পথচারী দুই মহিলার সহায়তায়
তাদের উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই।”
বর্তমানে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের শারীরিক
অবস্থাও ভালো বলে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জানান এএসআই আমান।