ক্যাটাগরি

মিনিস্টার এসির নতুন বিজ্ঞাপনে সাকিব

ক্রিকেটার সাকিব আল হাসান এই বিজ্ঞাপনে অংশ নিয়েছেন বলে এক
সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মিনিস্টার গ্রুপ।

নতুন এই বিজ্ঞাপন সম্প্রচার উপলক্ষে মিনিস্টার
গ্রুপের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনও আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন মিনিস্টার
গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এবং
এফবিসিসিআই পরিচালক এম এ রাজ্জাক খান রাজ, বিজ্ঞাপন নির্মাতা হাসান মোর্শেদ,
মিনিস্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম শাহরিয়ার কবীর, সিএফও ফখরুল ইসলাম।

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান রাজ্জাক খান রাজ বলেন,
“বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পদার্পণকে সামনে রেখে
মিনিস্টার গ্রুপ তাদের নতুন লক্ষ্য ঠিক করেছে এবং তা হল- লক্ষ্য এবার বিশ্বজয়।”

সাকিব আল হাসান বলেন, “মিনিস্টার গ্রুপের মতো
একটি দেশীয় ব্র্যান্ডের সাথে কাজ করে আমি আনন্দিত। নতুন এই বিজ্ঞাপনটি আসলে
দেখিয়েছে সফল হবার প্রধান শর্ত হচ্ছে পরিশ্রম।”