ঐতিহাসিক ৭ মার্চ বিকেলে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত ২৫ দিনব্যাপী এটি চলবে।
প্রদর্শনীর সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ ও বিশ্বজিৎ সাহা জানান, এ প্রদর্শনী স্থানীয় সময় সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা এবং শনি ও রোববার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ৩৪৭-৬৫৬-৫১০৬, ৫১৬-৫৭৪-২৯৮৫, ৯২৯-২৩১-৮৪৫৭ অথবা ৯২৯-৪৭১-৩৭৭৫ নম্বরে ফোন করে।
কর্মসূচিতে কিউরেটর হিসেবে আছেন ওবায়দুল্লাহ মামুন ও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন শুভ রায়।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |