নাট্যচার্য সেলিম আল দীনের মঞ্চনাটক ‘যৈবতী কন্যার মন’ অবলম্বনে ছবিটি নির্মাণের জন্য ২০১২-১৩ অর্থবছরে অনুদান পান নার্গিস আক্তার। পরিচালনার পাশাপাশি মূল গল্পকে ঠিক রেখে ছবির চিত্রনাট্যও করেছেন তিনি।
নার্গিস আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯ মার্চ ছবিটি বড়পর্দায় মুক্তি পাচ্ছে। শিগগিরই প্রচারণাও শুরু করবেন ছবির অভিনয়শিল্পীরা।
এর আগে বুধবার বিকালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়েছে।
সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছবিটি সেন্সর ছাড়পত্র পাচ্ছে। দুয়েকদিনের মধ্যেই ছাড়পত্রের সনদ পরিচালকের হাতে তুলে দেওয়া হবে।
অনুদান পাওয়ার পর ২০১৩ সালের ২১ অগাস্ট এফডিসির জহির রায়হান কালার ল্যাবে আনুষ্ঠানিকভাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছিল।
ছবিতে কালিন্দী চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সায়ন্তনী দত্ত ও আলাল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আব্দুন নূর।
তারা ছাড়াও এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, গোলাম ফরিদা ছন্দা।