লিভারপুলের অ্যান্ডফিল্ডে হওয়ার কথা
ছিল ম্যাচটি। যুক্তরাজ্য সফর করলে দেশে ফিরে জার্মানির দলটিকে থাকতে হবে ১০ দিনের আইসোলেশনে,
এই কারণেই বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যাচটি সরিয়ে নেওয়ার কথা জানায় উয়েফা।
পূর্বের সূচিতেই আগামী বুধবার পুসকাস
অ্যারেনায় হবে ম্যাচটি।
গত ১৬ ফেব্রুয়ারি এই মাঠেই প্রথম লেগে
বুন্ডেসলিগার দলটিকে ২-০ গোল হারিয়েছিল লিভারপুল। ম্যাচটি হওয়ার কথা ছিল লাইপজিগের
মাঠ রেড বুল অ্যারেনায়। কিন্তু যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে জার্মানি
নিষেধাজ্ঞা জারি করায় ম্যাচটি সরিয়ে নেওয়া হয়।