শুক্রবারের এ শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরকে সাবধান থাকতে বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। উপকূলের কাছের কিছু কিছু এলাকার লোকজনকে উঁচু এলাকায় সরে যেতে পরামর্শ দিয়েছে নিউ জিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা- এনইএমএ।
“আশা করছি সেখানকার সবাই, বিশেষ করে পূর্ব উপকূলের বাসিন্দা, যারা সম্ভবত ভূমিকম্পের পুরো ধাক্কাটাই অনুভব করেছেন, তারা ঠিক আছেন,” ইনস্টাগ্রামে এক পোস্টে বলেছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন।