সিরিজের শেষ টেস্টের প্রথম দিন ইংল্যান্ড করেছে ২০৫ রান। শুবমান গিলকে হারিয়ে বৃহস্পতিবার ভারত দিন শেষ করেছে ২৪ রানে। এখনও ১৮১ রানে পিছিয়ে তারা।
একাদশে ফেরা পেসার মোহাম্মদ সিরাজ নেন জনি বেয়ারস্টো ও জো রুটের উইকেট। তবে মূল ক্ষতিটা করেন স্পিনাররাই। ৬৮ রানে ৪ উইকেট নেন আকসার। অশ্বিন নেন তিনটি।
একমাত্র ফিফটি স্টোকসের ব্যাট থেকে। লরেন্স খেলেন ৪৬ রানের লড়াকু ইনিংস।
আগের টেস্টের চেয়ে এই উইকেট কিছুটা আলাদা। সামান্য ঘাস আছে। সুইং পেয়েছেন পেসাররা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে টার্ন পাচ্ছেন স্পিনাররা।
টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও ডম সিবলিকে বাড়তি বাউন্স, সুইংয়ে কঠিন পরীক্ষায় ফেলেন ইশান্ত শর্মা ও সিরাজ। শুরুর কঠিন সময় কোনোমতে কাটিয়ে দেওয়া দুই ব্যাটসম্যানকে বিদায় করেন আকসার।
বাঁ হাতি এই স্পিনারের বল টার্ন হবে ভেবে ব্যাট চালান সিবলি, কিন্তু সোজা বল ব্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ক্রলি আউট হন অনেকটা নিজের দায়ে। উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে মিড-অফে সিরাজের হাতে ক্যাচ দেন তিনি।
রুটও টিকতে পারেননি বেশিক্ষণ। সিরাজের ইনসুইংয়ে এলবিডব্লিউ হয়ে ৯ রানে ফিরে যান ইংলিশ অধিনায়ক।
৩০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন বেয়ারস্টো ও বেন স্টোকস। দুইজনের ব্যাটে এগোতে থাকে ইংল্যান্ড। প্রথম সেশনে আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা।
লাঞ্চের পর চতুর্থ ওভারে ফিরেন বেয়ারস্টো। তাকে এলবিডব্লিউ করে ৪৮ রানের জুটি ভাঙেন সিরাজ।
অলি পোপকে নিয়ে আস্থার সঙ্গে খেলছিলেন স্টোকস। আকসারকে রিভার্স সুইপে বাউন্ডারি মেরে ১১৪ বলে পূর্ণ করেন ফিফটি। এরপর বড় করতে পারেননি ইনিংস। ওয়াশিংটন সুন্দরের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন দুই ছক্কা, ৬ চারে ৫৫ রানে। ভাঙে ৪৩ রানের আরেকটি সম্ভাবনাময় জুটি।
থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি পোপ। তাকে ফেরানোর পর বেন ফোকসকে দ্রুত বিদায় করেন অশ্বিন। এক ওভারে জোড়া শিকার ধরেন আকসার। লরেন্সকে বিদায় করার পর দ্রুত থামান ডম বেসকে। ইংল্যান্ড শেষ ৪ উইকেট হারায় ৩৯ রানে।
ব্যাটিংয়ে নেমে তৃতীয় বলেই হোঁচট খায় ভারত। জেমস অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ হয়ে যান গিল। রিভিউ নিয়েও বাঁচেননি ভারতীয় ওপেনার।
অ্যান্ডারসন ৫ ওভার করে রান দেননি একটিও।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৭৫.৫ ওভারে ২০৫ (ক্রলি ৯, সিবলি ২, বেয়ারস্টো ২৮, রুট ৫, স্টোকস ৫৫, পোপ ২৯, লরেন্স ৪৬, ফোকস ১, বেস ৩, লিচ ৭, অ্যান্ডারসন ১০*; ইশান্ত ৯-২-২৩-০, সিরাজ ১৪-২-৪৫-২, প্যাটেল ২৬-৭-৬৮-৪, অশ্বিন ১৯.৫-৪-৪৭-৩, সুন্দর ৭-১-১৪-১)।
ভারত ১ম ইনিংস: ১২ ওভারে ২৪/১ (গিল ০, রোহিত ৮*, পুজারা ১৫*; অ্যান্ডারসন ৫-৪-০-১, স্টোকস ২-১-৪-০, লিচ ৪-০-১৬-০, বেস ১-০-৪-০)।