আফ্রিকার জামুন্ডা জাতির রাজপুত্র আকিম জোফার এমন বউ চান, যে কিনা তাকে ভালোবাসবে মানুষ হিসেবে, রাজার পুত্র বলে নয়। সেই ‘বউ’ খুঁজতে আকিম আফ্রিকা থেকে চলে আসেন নিউ ইয়র্ক।
এই গল্প নিয়েই ১৯৮৮ সালে মুক্তি পাওয়া হাস্যরসাত্মক ছবি ‘কামিং টু আমেরিকা’তে অভিনয় করেছিলেন এডি মার্ফি এবং আর্সেনিও হল।
৩৩ বছর পর এই ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পেতে যাচ্ছে অ্যামাজন প্রাইম’য়ে। এবার আকিম জোফার নিজেই রাজা। তবে রাজ্যের নিয়ম অনুযায়ী রাজা হতে পারবে শুধু রাজ-পরিবারের ছেলে সন্তান। আকিম জানতে পারে তার একমাত্র ছেলে রয়েছে আমেরিকাতে। এতদিন তবে সে কই ছিল? তাকে খুঁজতে আবারও নিউ ইয়র্ক আসেন আকিম।
এভাবেই এগিয়েছে কমেডি এই ছবির কাহিনী।
যথারীতি প্রথম ছবির মতো দ্বিতীয় পর্বেও পাত্র-পাত্রীরা সব কৃষ্ণাঙ্গ। তবে এটা কোনো বর্ণবাদী ছবি নয় বলে জানান এডি মার্ফি।
রয়টার্স’য়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বর্ণবাদ, সামাজিক অবিচার, জাতিগত পার্থক্য- কোনো সুঁচালো বিষয়ই এখানে উপস্থাপন করা হয়নি। এটা পরিবার, ভালোবাসা আর ঐতিহ্যের ছবি।”
ছবিটি গত বছর সিনেমা হলে মুক্তি দেওয়ার কথা থাকলেও মহামারীর কারণে পিছিয়ে যায়। এই বছর হলে মুক্তির অপেক্ষায় না থেকে অ্যামাজন প্রাইমে ছবিটি প্রচারের ব্যবস্থা করেছে প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স।
প্রথম পর্বের বেশিরভাগ পাত্র-পাত্রী এই ছবিতে রয়েছেন। অতিরিক্ত পাওনা হিসেবে দেখা যাবে এডি মার্ফির মেয়ে বেলা মার্ফি’কে।
৫৯ বয়সি অভিনেতা মার্ফি বলেন, “ছবির সেটে মেয়ে সঙ্গে থাকা সত্যি আমার জন্য বড় ব্যাপার।”