ক্যাটাগরি

কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও

লা লিগার সেরা গোলরক্ষকদের তালিকায়
দুই জনই ওপরের দিকে থাকবেন। থাকবেন হয়তো ইউরোপ সেরাদের ছোট্ট তালিকাতেও। লিগে আগামী
রোববার মাদ্রিদ ডার্বিতে নিশ্চিতভাবেই তারা চাইবেন জাল অক্ষত রাখতে।

দুর্দান্তভাবে মৌসুম শুরুর ছন্দে অবশ্য
কিছুটা পতন ঘটেছে ওবলাকের। সবশেষ ভিয়ারিয়ালের বিপক্ষে জাল অক্ষত রাখা স্লোভেনিয়ার এই
গোলকিপার আসরের প্রথম ১৬ ম্যাচে গোল হজম করেছিলেন কেবল ছয়টি। সেখানে শেষ সাত ম্যাচে
তার জালে বল ঢুকেছে ১০ বার।

আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে খুব ভালো
করে জানেন, তার দলে ওবলাকের গুরুত্ব কতখানি। আর তাই সম্ভাব্য সর্বোচ্চ বেতন দিয়েই এই
খেলোয়াড়কে ধরে রাখার চেষ্টা করেছেন কোচ।

আর্জেন্টাইন কোচের দৃষ্টিতে, “ওবলাক
হলেন গোলরক্ষকদের লিওনেল মেসি।”

আতলেতিকোয় ওবলাকের মতই রিয়ালে গুরুত্বপূর্ণ
কোর্তোয়া। গত মৌসুমে লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই বেলজিয়ান।

দুজনেই একসময় ছিলেন আতলেতিকোয়। ২০১৪
সালে চেলসিতে যোগ দেন কোর্তোয়া। সেখান থেকে ২০১৮ সালে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেন
তিনি।

এবারের লিগে এখন পর্যন্ত ওবলাক যেখানে
২৪ ম্যাচে ১৬ গোল হজম করেছেন সেখানে কোর্তোয়ার জালে বল ঢুকেছে ২৫ ম্যাচে ২০ বার।

২৪ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে ৫৮ পয়েন্ট
নিয়ে শীর্ষে আছে আতলেতিকো। আর এক ম্যাচ বেশি খেলে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে
তিন নম্বরে আছে রিয়াল।

তাদের সমান ২৫ ম্যাচে সমান ৫৩ পয়েন্ট
নিয়ে দুইয়ে বার্সেলোনা।