ক্যাটাগরি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মানে আবেদনের তারিখ ঘোষণা

বিশ্ববিদ্যালয়ের
জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, আবেদন ফরম বিতরণ চলবে ৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত।
২৮ জুলাই থেকে প্রথম বর্ষের ক্লাশ শুরু হবে।

“এ ছাড়া ১ম বর্ষ প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম
বিতরণ চলবে ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। ১২ অগাস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাশ
শুরু হবে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) বিস্তারিত পাওয়া যাবে বলে জানান তিনি।

ফয়জুল
করিম আরও জানান, শুক্রবার [৫ মার্চ ] জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদের
সভাপতিত্বে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।