প্রতিযোগিতার দ্বিতীয় সেমি-ফাইনালের
ফিরতি লেগে বৃহস্পতিবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে স্বাগতিক লেভান্তেকে ২-১ গোলে হারায়
বিলবাও। দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে এগিয়ে ফাইনালে উঠেছে তারা। দুই দলের প্রথম লেগের
ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।
এর আগের দিন প্রথম সেমি-ফাইনালের ফিরতি
পর্বে নিজেদের মাঠে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে সেভিয়াকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা।
দুই লেগে মিলে ৩-২ ব্যবধানে এগিয়ে ফাইনালে ওঠে প্রতিযোগিতার সফলতম দলটি।
এ নিয়ে টানা দ্বিতীয় বার প্রতিযোগিতার
ফাইনালে উঠল বিলবাও। করোনাভাইরাসের কারণে গত আসরের ফাইনাল এখনো মাঠে গড়ায়নি। পিছিয়ে
যাওয়া ম্যাচটি হবে আগামী ৩ এপ্রিল। যেখানে বিলবাওয়ের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।
গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের
ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে বিলবাওয়ের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে শিরোপা স্বপ্ন
ভেঙেছিল বার্সেলোনার। এর কিছুদিন পর লা লিগায় নিজেদের মাঠে বিলবাওকে ২-১ গোলে হারিয়েছিল
রোনাল্ড কুমানের দল।
স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার
ফাইনালে এ নিয়ে নবম বারের মতো মুখোমখি হতে যাচ্ছে দল দুটি। আগের আটবারে ছয়বার জিতেছিল
বার্সেলোনা, দুইবার বিলবাও।
২০২০-২১ আসরের ফাইনাল ম্যাচটি হবে আগামী
১৭ এপ্রিল।
বিলবাও কোচ মার্সেলিনো গার্সিয়ার সামনে
প্রতিযোগিতার হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। ২০১৯ সালে ভালেন্সিয়ার হয়ে জিতেছিলেন
তিনি।