ক্যাটাগরি

বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!

লা লিগায় ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে
তালিকার শীর্ষে আতলেতিকো। ২৫ ম্যাচে বার্সেলোনার সমান ৫৩ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। আগামী
রোববার ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে মুখোমুখি হবে মাদ্রিদের দল দুটি।

এর আগের দিন শনিবার বাংলাদেশ সময় রাত
২টায় স্বাগতিক ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার
কুমান বললেন, মাদ্রিদ ডার্বিতে কি ফল তিনি চান।

“তালিকার শীর্ষে থাকা দলের পয়েন্ট হারানো সবসময়ই
খুব ভালো। তবে তাদের ম্যাচ নিয়ে আমাদের পড়ে থাকার কিছু নেই। কারণ আমরা যদি না জিতি…।”

“প্রথম চিন্তা হলো আমাদের ম্যাচ নিয়ে। আমাদের
জিততেই হবে।”

সবশেষ তিন ম্যাচে দারুণ ফুটবল উপহার
দেওয়া বার্সেলোনা ওসাসুনা ম্যাচের পর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি
হবে স্বাগতিক পিএসজির। প্রথম লেগে ঘরের মাঠে ৪-১ গোলে হেরে পিছিয়ে আছে কুমানের দল।