ক্যাটাগরি

মৌলভীবাজারে ছুরিকাঘাতে অটোচালক নিহত

নিহত জলিল মিয়া
(২৬) উপজেলার
আলীনগর ইউনিয়নের
লাল মিয়ার
ছেলে।

উপজেলার শমশেরনগর সিটি
লভারসিজ সিএনজি
ফিলিং স্টেশনে
বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক  (তদন্ত)
সোহেল রানা
প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, গ্যাস ভরার জন্য জলিল তার অটোরিকশা  নিয়ে প্রাইভেট কারের
লাইনে চলে গেছিলেন। এই নিয়ে কারের মালিকের
সঙ্গে জলিলের তর্ক হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় কারের চালক
ফোন করে
কমলগঞ্জ থেকে
একদল লোককে
ঢেকে আনেন। তারা এসেই জলিলকে উপর্যুপরি
ছুরিকাঘাত করে। তাকে
বাঁচাতে গেলে
তার ভাই কাশেম মিয়াকেও মারধর করা
হয়।

এলাকাবাসী জলিলকে কমলগঞ্জ
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। সেখান থেকে সিলেট
এম এ
জি ওসমানী
মেডিকেল কলেজ
হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা
করেন বলে জানান পরিদর্শক।

তিনি বলেন, লাশ সিলেট
থেকে আসার
পর 
পরিবার মামলা করবে। আসামি ধরার জন্য
অভিযান শুরু
করেছেন তারা।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা
সাজেদুল কবির
বলেন, জলিলের
দেহে অসংখ্য
ছুরিকাঘাত ছিল। অবস্থা
আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট পাঠানো
হয়।