ক্যাটাগরি

৫জি: ডাউনলোড গতিতে নতুন রেকর্ড স্যামসাংয়ের

প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদন বলছে, সিউলের দক্ষিণের অঞ্চলে সুওনে চালানো পরীক্ষায় সেকেন্ডে ৫.২৩ গিগাবিটস ডাউনলোড গতি পেয়েছে স্যামসাং।

প্রতিষ্ঠানটির দাবি এই গতিতে গ্যালাক্সি এস২০ প্লাস স্মার্টফোন দিয়ে ছয় সেকেন্ডে একটি ফুল-এইচডি সিনেমা ডাউনলোড করা যাবে। এতে ব্যবহার করা হয়েছে ই-ইউটিআরএএন নিউ রেডিও ডুয়াল কানেক্টিভিটি (এন-ডিসি) প্রযুক্তি।

ইএন-ডিসি প্রযুক্তি মোবাইল অপারেটরদের ৫জি গতি পেতে ও ৪জি থেকে গতি বাড়িয়ে তুলতে সহায়তা করে।

স্যামসাং জানিয়েছে তারা এমএমওয়েভ-এ ৪০ মেগাহার্টজ ৪জি ফ্রিকোয়েন্সি এবং আটশ’ মেগাহার্টজ ৫জি ফ্রিকোয়েন্সি একত্র করতে সক্ষম হয়েছে।

গেল বছর প্রতিষ্ঠানটি তাদের এমইউ-এমআইএমও প্রযুক্তি ব্যবহার করে ৪.২৫ জিবিপিএস পর্যন্ত গতি তুলতে পেরেছে। সর্বশেষ অর্জন এটিকেও ছাপিয়ে যায় বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইওনহাপ।

স্যামসাং বলছে, “এই সফল প্রদর্শনী ৫জি-এর দিকে একটি দ্রুত, স্থায়ী ও কার্যকরী উপায়ের প্রতিলিপি দেখায়।”

চিপসেট এবং রেডিওসহ এন্ড-টু-এন্ড ৫জি সেবা দেওয়ার ক্ষেত্রে নিজেদের উপস্থিতি বাড়াতে চেষ্টা করছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্টটি। যুক্তরাষ্ট্র, কানাডা আর নিউ জিল্যান্ডের মতো দেশগুলোর টেলিযোগাযোগ অপারেটর সঙ্গে ৫জি নেটওয়ার্ক সামগ্রী সরবরাহের চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।