ভুরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান জানান, শুক্রবার সকালে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের লক্ষ্মীর মোড় এলাকায় বাহাজ আলী (৮৫) নামে সাবেক এই শিক্ষক নিহত হন।
বাহাজ আলী সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯২ সালে শিক্ষকতা থেকে অবসর নেন। লক্ষ্মীর মোড় এলাকায় তার বাড়ি।
সোনাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লা স্থানীয়দের বরাতে বলেন, বাহাজ আলী রাস্তা পার হচ্ছিলেন। একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
দুর্ঘটনার পর চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।