ক্যাটাগরি

সহিংসতার ঝুঁকি কমলেই ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলবে ইউটিউব

নীতিনির্ধারকরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয় নিশ্চিত করার প্রক্রিয়ার মধ্যেই মার্কিন ক্যাপিটলে হাঙ্গামা করেন ট্রাম্প সমর্থকরা৷ এ ঘটনার প্রায় এক সপ্তাহ পর ১২ জানুয়ারি ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে ইউটিউব৷

‘আরও সংহিসতার ঝুঁকি’র কথা বলে এর আগেই ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে ফেইসবুক এবং টুইটার৷

ইউটিউবের দাবি, প্ল্যাটফর্মের নীতিমালা অমান্য করে এমন ভিডিও আপলোড করার চেষ্টা হয়েছে ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে৷ এতে অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে সাত দিনের জন্য স্থগিত করা হয়৷ পরবর্তীতে স্থগিতের সময়সীমা আরও বাড়িয়েছে ইউটিউব৷

সিএনবিসি’র প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ওজসিকি বলেছেন, “আমি নিশ্চিত করতে চাই আমরা চ্যানেলটির নিষেধাজ্ঞা তুলে নেবো, যখন আমরা নির্ধারণ করতে পারবো সহিংসতার ঝুঁকি কম৷ অন্যান্য অ্যাকাউন্টের মতোই ট্রাম্পের অ্যাকাউন্টেও একই নীতিমালা থাকবে৷”

“আমরা এখন যে অবস্থানে রয়েছি, আমার জন্য বলা কঠিন কখন এটি ঘটবে, কিন্তু এখন এটি স্পষ্ট যে, আমরা এখন যেখানে রয়েছি সেখানে এখনও সহিংসতার ঝুঁকি রয়েছে,” যোগ করেন ওজসিকি৷

ইউটিউব প্রধান আরও জানিয়েছেন, ঝুঁকির অবস্থা বদলেছে কি না, তা নির্ধারণ করতে প্রতিষ্ঠান অনেকগুলো বিষয় যাচাই করবে৷ এর মধ্যে থাকবে সরকারের পক্ষ থেকে বিবৃতি ও সতর্কতা, আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি বৃদ্ধি এবং নিজস্ব প্ল্যাটফর্মের বক্তৃতা পর্যবেক্ষণ ব্যবস্থা৷