ক্যাটাগরি

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার গ্যাসফিন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিহত সুরজ্জিত জেলার আজমিরীগঞ্জ উপজেলার সুমিপুর গ্রামের সুভাস দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি সিলেটের দিকে যাচ্ছিল। পথে অপর একটি ট্রাক পিকআপ ভ্যানকে পাশ কাটাতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়।