সম্প্রতি প্রতিষ্ঠানের মেইল সার্ভার সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে বিভিন্ন সংস্থায় অপরিচিত হ্যাকিং দলের সাইবার হামলার ঘটনার পর হোয়াইট হাউস এই সিদ্ধান্ত নিয়েছে বলে উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন৷
প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভান টুইটারে বলেছেন, “এক্সচেঞ্জ সার্ভার সফটওয়্যারে এর আগে অজানা দূর্বলতার কারণে আমরা মাইক্রোসফটের জরুরি প্যাচ নীবিড়ভাবে পর্যবেক্ষণ করছি৷”
টুইটে তিনি আরও বলেছেন, “আমরা নেটওয়ার্ক মালিকদেরকে যত দ্রুত সম্ভব প্যাচ ইনস্টলে উদ্বুদ্ধ করছি৷”
সোলারউইন্ডস কর্পোরেশনের হ্যাকিংয়ের ঘটনার পর থেকেই সমালোচনার মুখে রয়েছে মাইক্রোসফটের সার্ভার সফটওয়্যার৷ সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অনুপ্রবেশ ঘটেছে টেক্সাসভিত্তিক সোলারউইন্ডসের মাধ্যমে৷ মাইক্রোসফটের সার্ভার সফটওয়্যারকেও ব্যবহার করেছে হ্যাকাররা৷
অন্যান্য ক্ষেত্রে গ্রাহকরা যেভাবে তাদের মাইক্রোসফট সেবাগুলো সেট আপ করেন সেই উপায়কে লক্ষ্য হিসেবে নিয়েছে হ্যাকাররা। এর মাধ্যমে তারা আক্রান্ত নেটওয়ার্কের আরও ভিতরেও যেতে পারে৷
সোলারউইন্ডসের পেছনে লাগা হ্যাকাররা মাইক্রোসফটকেও আক্রান্ত করেছে। প্রতিষ্ঠানটির ইমেইল আর ক্যালেন্ডার সেবা এক্সচেঞ্জ-এর উপাদানসহ সোর্স কোড অ্যাকসেস করে ডাউনলোড করেছে তারা।