ক্যাটাগরি

হোয়াইট হাউসের ‘নীবিড় পর্যবেক্ষণে’ মাইক্রোসফট নিরাপত্তা প্যাচ

সম্প্রতি প্রতিষ্ঠানের মেইল সার্ভার সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে বিভিন্ন সংস্থায় অপরিচিত হ্যাকিং দলের সাইবার হামলার ঘটনার পর হোয়াইট হাউস এই সিদ্ধান্ত নিয়েছে বলে উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন৷

প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভান টুইটারে বলেছেন, “এক্সচেঞ্জ সার্ভার সফটওয়্যারে এর আগে অজানা দূর্বলতার কারণে আমরা মাইক্রোসফটের জরুরি প্যাচ নীবিড়ভাবে পর্যবেক্ষণ করছি৷”

টুইটে তিনি আরও বলেছেন, “আমরা নেটওয়ার্ক মালিকদেরকে যত দ্রুত সম্ভব প্যাচ ইনস্টলে উদ্বুদ্ধ করছি৷”

সোলারউইন্ডস কর্পোরেশনের হ্যাকিংয়ের ঘটনার পর থেকেই সমালোচনার মুখে রয়েছে মাইক্রোসফটের সার্ভার সফটওয়্যার৷ সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অনুপ্রবেশ ঘটেছে টেক্সাসভিত্তিক সোলারউইন্ডসের মাধ্যমে৷ মাইক্রোসফটের সার্ভার সফটওয়্যারকেও ব্যবহার করেছে হ্যাকাররা৷

অন্যান্য ক্ষেত্রে গ্রাহকরা যেভাবে তাদের মাইক্রোসফট সেবাগুলো সেট আপ করেন সেই উপায়কে লক্ষ্য হিসেবে নিয়েছে হ্যাকাররা। এর মাধ্যমে তারা আক্রান্ত নেটওয়ার্কের আরও ভিতরেও যেতে পারে৷

সোলারউইন্ডসের পেছনে লাগা হ্যাকাররা মাইক্রোসফটকেও আক্রান্ত করেছে। প্রতিষ্ঠানটির ইমেইল আর ক্যালেন্ডার সেবা এক্সচেঞ্জ-এর উপাদানসহ সোর্স কোড অ্যাকসেস করে ডাউনলোড করেছে তারা।