ক্যাটাগরি

৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকেট, খাম, স্যুভেনির শিট অবমুক্ত

রোববার বিকালে প্রধানমন্ত্রী গণভবনে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী
খাম এবং স্যুভেনির শিট অবমুক্ত করেন।

এই সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত
ছিলেন।

ঢাকা জেনারেল পোস্ট অফিসের (জিপিও) ফিলাটেলিক ব্যুরো থেকে এই ডাকটিকেট,
উদ্বোধনী খাম এবং স্যুভেনির শিট বিক্রি হবে বলে জানানো হয়েছে।
জনগণের ভোটে নির্বাচিত বঙ্গবন্ধুকে ক্ষমতা দিতে পশ্চিম পাকিস্তানিরা যখন ষড়যন্ত্র
শুরু করেছিল,তখন ১৯৭১ সালের ৭ মার্চ আসে বঙ্গবন্ধুর বজ্রঘোষণা -‘এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

রেসকোর্স ময়দানে লাখো জনতার
সমাবেশে সেই ভাষণের পর থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান কার্যত বঙ্গবন্ধুর নির্দেশেই
পরিচালিত হতে থাকে।

জাতির
পিতার ওই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে শুরু হয় প্রতিরোধ
যুদ্ধ। নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা।

সাতই মার্চের ভাষণের
গুরুত্ব বিবেচনায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ২০১৭
সালে এ ভাষণকে ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজের’ মর্যাদা দিয়েছে।