ক্যাটাগরি

চট্টগ্রামে কারাগার থেকে হাজতি ‘নিখোঁজের’ ঘটনায় মামলা

শনিবার সকালে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করার পর রাতে কারা কর্তৃপক্ষ ওই মামলা দায়ের করে বলে ওসি নেজাম উদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

ফরহাদ হোসেন রুবেল নামের ওই হাজতিকে কারাগারে পাওয়া যাচ্ছে না জানিয়ে প্রথমে একটি সাধারণ ডায়েরি করা হয় থানায়। সেখানে বলা হয়, শনিবার সকাল ৬টায় কারাগারের সব তালা খোলার পর রুবেলকে কারাগারের ভেতরে পাওয়া যায়নি।

চট্টগ্রাম কারাগার থেকে হাজতি ‘নিখোঁজ’
 

আর মামলায় বলা হয়, রুবেল কারাগারের কর্ণফুলী ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর ওয়ার্ডে ছিলেন। ভোর সোয়া ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে তিনি ওয়ার্ড থেকে বের হয়ে যান।

মামলার বিষয়ে কথা বলতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম খান ও জেলার রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মামলার বরাত দিয়ে ওসি নেজাম উদ্দিন বলেন, সদরঘাট থানার একটি হত্যা মামলায় গত ৯ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন রুবেল।

চট্টগ্রামে গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে এক ব্যক্তিকে বুকে ছুরি চালিয়ে হত্যার মামলায় ডবলমিুরিং থানার মিস্ত্রি পাড়া থেকে রুবেলকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ।