ক্যাটাগরি

প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক

জাতীয় ক্রীড়া পরিষদে (পুরান ভবন) একাদশ ও শেষ রাউন্ডে রোববার খেলাঘর দাবা সংঘের বিপক্ষে ২-২ ড্র করে রূপালী ব্যাংক। ১০ জয় ও এক ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে তারা।

চ্যাম্পিয়ন দলের হয়ে খেলেন ইন্টারন্যাশনাল মাস্টার নিলাস সাহা, ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরি, অর্পন দাস, শফিক আহমেদ ও নুরুল ইসলাম।

শেষ রাউন্ডে মীর চেস ক্লাবকে হারানো মেনহা’স ক্যাসেল নয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। দলটির হয়ে খেলেন অনন্ত চৌধুরি, ক্যান্ডিডেট মাস্টার এসএম স্মরণ, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ও ক্যান্ডিডেট মাস্টার শরীফ হোসেন।

অগ্রণী ব্যাংক দাবা দলকে শেষ রাউন্ডে হারানো সুলতানা কামাল স্মৃতি পরিষদ নয় জয় ও দুই হারে ১৮ পয়েন্ট নিয়ে হয়েছে তৃতীয়। তাদের হয়ে খেলেন ফিরোজ আহমেদ, অর্পন দাস (জুনিয়র), মোহাম্মদ শামীম, আরিয়া ভক্ত ও মাহাথির ইসলাম মোর্তজা।