পাশাপাশি ২০২৫ সালের মাঝামাঝি অ্যাপল অগমেন্টেড রিয়ালিটি হেডসেট এবং ২০৩০ থেকে ২০৪০ সালের মধ্যে এআর কনট্যাক্ট লেন্স পণ্য আনবে বলেও কুয়োর বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ৷
নথিতে কুয়ো লিখেছেন, “আমরা ধারণা করছি হেলমেট পণ্যটি এআর এবং ভিআর অভিজ্ঞতা দেবে, আর চশমা এবং কনট্যাক্ট লেন্স পণ্য এআর অ্যাপ্লিকেশনে নজর দেবে৷”
কুয়ো আরও জানিয়েছেন, অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটের বেশ কিছু প্রোটোটাইপের ওজন হয়েছে দুইশ’ থেকে তিনশ’ গ্রামের মধ্যে৷ প্রতিষ্ঠানটি কিছু প্রযুক্তিগত সমস্যা সমাধান করতে পারলে এটির ওজন ১০০ থেকে ২০০ গ্রামের মধ্যে আনা সম্ভব হবে৷ যুক্তরাষ্ট্রে ডিভাইসটির দাম এক হাজার ডলারের মধ্যে হতে পারে বলেও জানিয়েছেন কুয়ো৷
বর্তমান বাজারে যেসব এআর হেডসেট রয়েছে তার চেয়ে অ্যাপলের হেডসেট আরও ভালো অভিজ্ঞতা দেবে বলেও জানিয়েছেন কুয়ো৷ এই ডিভাইসটিতে থাকবে সনির মাইক্রো-ওলেড পর্দা৷
আইফোনের সহায়তা ছাড়াই হেডসেটটি আলাদাভাবে চালানো যাবে বলেও ধারণা করছেন কুয়ো৷
২০২২ সালে এই হেডসেটটি বাজারে আসবে বলে ধারণা করছেন এই অ্যাপল বিশ্লেষক৷ সেক্ষেত্রে ডিভাইসটির দাম হতে পারে তিন হাজার মার্কিন ডলার৷