ক্যাটাগরি

গায়ের রং নিয়ে মন্তব্য রানি করেননি: উইনফ্রি

এর প্রেক্ষিতে ওপরা উইনফ্রি রোববার রাতে যুক্তরাষ্ট্রে গ্রহণ করা তার ওই সাক্ষাৎকারের বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিয়েছেন, জানিয়েছে বিবিসি।

সোমবার সকালে সিবিএস টেলিভিশনের অনুষ্ঠানে উইনফ্রি জানিয়েছেন, ব্রিটিশ রানি বা তার স্বামী ডিউক অব এডিনবরা ওই মন্তব্য করেননি। 

তিনি বলেন, “যে বলেছে তার পরিচয় তিনি (হ্যারি) আমাকে জানাননি, তবে আমি জানি তিনি এটি নিশ্চিত করতে চেয়েছিলেন এবং আমার এটি শেয়ার করার কোনো সুযোগ থাকলে (বলছি), তার দাদী বা দাদা ওই আলাপচারিতার অংশ ছিলেন না। 

“কারা এই আলাপচারিতার অংশ ছিলেন তা তিনি আমাকে বলেননি।”

সাক্ষাৎকারে মেগান বলেছেন, তার ছেলে আর্চির জন্ম হওয়ার আগে থেকেই তার গয়ের রঙ কতোটা কালো হবে তা নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে; আর কেন তাকে প্রিন্স খেতাব দেওয়া হয়নি, তার ব্যাখ্যা ওই ঘটনা থেকেই পাওয়া যায়।

হ্যারি-মেগানের সমালোচকরা বলেন, রাজপরিবারের দায়িত্বে যে নিষ্ঠা প্রয়োজন, তার বদলে তারা গুরুত্ব দিয়েছেন ‘গ্ল্যামারকে’। অন্যদিকে তাদের সমর্থকদের ভাষায়, সেকেলে ব্রিটিশ ধ্যানধারণা যে এখনও বর্ণবাদের চেতনা বহন করে চলেছে মেগানের প্রতি রাজপরিবারের আচরণই তার প্রমাণ।

মেগান ও প্রিন্স হ্যারির ওই অভিযোগের বিষয়ে ব্রিটিশ রাজপরিবার শেষ খবর পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন:

বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে