ক্যাটাগরি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ

ভারত ও নিউ জিল্যান্ডের ম্যাচটি শুরু হবে আগামী ১৮ জুন। প্রাথমিকভাবে যা হওয়ার কথা ছিল লর্ডসে।

গত শনিবার দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নেয় ভারত। নিউ জিল্যান্ড ফাইনাল নিশ্চিত করেছিল আগেই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সোমবার সৌরভ জানান, ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে আগেই। ম্যাচটি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানান সাবেক ভারত অধিনায়ক।

“সাউথ্যাম্পটনে ভারত ও নিউ জিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখতে উন্মুখ হয়ে আছি আমি। হ্যাঁ, এটা সাউথ্যাম্পটনে হবে। অনেক দিন আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। কোভিডের কারণে আর সেখানে হোটেল একেবারেই কাছে। কোভিডের পর ইংল্যান্ড যখন খেলা শুরু করল, তাদের অনেক ম্যাচ সাউথ্যাম্পটনে ছিল।”

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি

এ ব্যাপারে আইসিসি অবশ্য এখনও কিছু জানায়নি।

কোভিড বিরতির পর গত বছর সাউথ্যাম্পটন ও ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল ইংল্যান্ড।