ক্যাটাগরি

মিয়ানমার সেনাবাহিনীর উপর ইইউর নতুন নিষেধাজ্ঞা আসছে: রয়টার্স

নাম প্রকাশে অনিচ্ছুক দুই কূটনীতিক এবং হাতে পাওয়া কয়েকটি নথির ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স সোমবার এ খবর প্রকাশ করে।

৫ ‍মার্চ তারিখ দেওয়া একটি নথিতে বলা হয়, ‘‘এবার মিয়ানমারের স্বশস্ত্র বাহিনীর রেভিনিউ উপার্জন করে বা তাদের আর্থিক সমর্থন দেয় এমন কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।”

কূটনীতিকরা বলেন, আগামী ২২ মার্চ ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা এ নিষেধাজ্ঞার বিষয়ে একমত হতে পারেন।

মিয়ানমার সেনাবাহিনীর উপর ইইউর অস্ত্র নিষেধাজ্ঞা আগে থেকেই আছে। ২০১৮ সালে কয়েকজন শীর্ষ সেনাকর্মকর্তার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

তবে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হচ্ছে সেটা কার্যকর হলে তা হবে সবথেকে কঠোর ব্যবস্থা।

এ বিষয়ে জানতে মিয়ানমার সেনাবাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে রয়টার্স থেকে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

গত সপ্তাহে ইইউর পক্ষ থেকে বলা হয়েছিল, তারা মিয়ানমারের জন্য বরাদ্দ উন্নয়ন তহবিল স্থগিত করতে যাচ্ছেন।