তিনি বলেছেন, “সেই শক্তির পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে
বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানাই।”
সোমবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপি
মহাসচিব ফখরুলের বক্তব্যে এই প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী
কাদের।
শনিবার ঢাকায় এক আলোচনা সভায় ফখরুল বলেছিলেন, “আজকের পত্রিকা
খুললে দেখবেন, কার্টুনিস্ট কিশোর জেল থেকে বেরিয়ে যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে বোঝা
যায় যে, ভয়ঙ্কর একটা শক্তি পেছনে থেকে, এই সরকারের আড়ালে থেকে, সরকার স্ক্রিন তৈরি
করেছে, সেই স্ক্রিনের পেছনে থেকে যারাই এই সরকারের বিরোধিতা করছে… তাদেরকে নিশ্চিহ্ন
করে দেওয়ার জন্য অমানবিক নির্যাতন করছে।”
‘ভয়ঙ্কর একটি শক্তি’ ভিন্নমতের ওপর নির্যাতন চালাচ্ছে: ফখরুল
ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের বক্তব্যকে ‘অবান্তর’ বলে
উড়িয়ে দেন।
বিএনপির শাসনামলেই দেশে মত প্রকাশের স্বাধীনতা ছিল না দাবি
করে তিনি বলেন, “সরকারের সমালোচনার জন্য এ পর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা
হয়নি, সুতরাং দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান।”
কাদের পাল্টা বলেন, “বিএনপিই এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক
রূপ দিয়েছিল। ক্ষমতার অপব্যবহারের মহোৎসব তাদের শাসনামলে হয়েছিল। আর হাওয়া ভবন নামে
বিকল্প ক্ষমতাকেন্দ্র তৈরি করেছিল।”
বিএনপির আন্দোলনের নামে ‘আগুন সন্ত্রাস’ চালিয়ে দেশের সম্পদ
এবং জীবনহানির ঘটানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
“বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর
ষড়যন্ত্র। জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। কারণ মুজিব আদর্শের সৈনিকেরা
রাজপথ ভয় পায় না।”
আন্দোলন বাধা দিলে বিকল্প পথের যে হুঁশিয়ারি বিএনপি নেতারা
দিয়েছেন, তা জবাবে কাদের বলেন, “যারা এ পর্যন্ত রাজপথে কোনো ধরনের আন্দোলনের ঢেউ তুলতে
পারেনি, তাদের বাধা দেওয়ার দরকার হয় না।”