৮ মার্চ সোমবার বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে।
ভারত সরকারে করা নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের লাখ লাখ কৃষক গত ডিসেম্বর থেকে রাজধানী দিল্লি উপকণ্ঠে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন।
বিক্ষোভে যোগ দেওয়া ভিনা নামে পাঞ্জাবের এক নারী বলেন, ‘‘আজ একটি বিশেষ দিন। এই দিনটি নারী শক্তির প্রতিনিধিত্ব করে।
‘‘আমি বিশ্বাস করি, যদি আমরা নারীরা একজোট হতে পারি তবে আমরা আরো দ্রুত আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।”
পুলিশ এবং আয়োজকরা জানান, এদিন ২০ হাজারের বেশি নারী বিক্ষোভে অংশ নেন।
অনেক নারী এদিন হলুদ রঙের ওড়না পরে বিক্ষোভে আসেন।