ক্যাটাগরি

এক্সবক্সে এজ ব্রাউজার ‘চালিয়ে দেখছে’ মাইক্রোসফট

এখনও এক্সবক্সের এজ ক্রোমিয়ামে পরিপূর্ণ মাউস ও কিবোর্ড সমর্থন এসে পৌঁছায়নি। এক্সবক্স কন্ট্রোলার দিয়েই কাজ চালাতে হচ্ছে পরীক্ষকদের।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের প্রতিবেদন বলছে, অনেক এক্সবক্স ব্যবহারকারীই কনসোলের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশাধিকার পাওয়ার আশায় ছিলেন। এজ ক্রোমিয়াম আসায় তাদের সে আশা পূর্ণ হলো। এখন এজের মাধ্যমে সহজেই গুগলের স্টেডিয়া স্ট্রিমিং সেবায় প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা।

ব্রাউজার-নির্ভর গেইমেও সহায়তা করতে পারবে এক্সবক্সের এজ ব্রাউজার। ওয়েবের মাধ্যমে স্কাইপ বা ডিসকর্ডের মতো সেবাও ব্যবহার করা যাবে সহজে।

ভার্জ জানিয়েছে, প্রাথমিক পরীক্ষা সংস্করণে পুরো এজ জুড়ে একই ধরনের সিংক ইঞ্জিন ব্যবহার হতে দেখা গেছে। এক্সটেনশন, ভার্টিক্যাল ট্যাবস, কালেকশনস এবং অধিকাংশ ডেস্কটপ ফিচারের সমর্থনও চোখে পড়েছে।

বর্তমানে উইন্ডোজ ডেস্কটপে বিদ্যমান এজের মেয়াদ ফুরোবে ৯ মার্চ। হয়তো এরপর খুব শীঘ্রই এক্সবক্স কনসোল সংস্করণের এজ ক্রোমিয়াম চলে আসবে।