নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগর ও
এর আশেপাশের এলাকায় রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটকের
কথা জানান ওসি প্রিটন সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি
বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
রোববার রাতে দুই পক্ষের বিরোধের
জেরে বায়েজিদের আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় ছুরিকাঘাতে নিহত হন
ছাত্রলীগকর্মী মোহাম্মদ ইমন (২৭)।
তিনি বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য
ছিল বলে তার স্বজনদের দাবি।
আরেফিন নগরে ছাত্রলীগের সোহেল ও
রিপনের অনুসারীদের মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে স্থানীয়দের ভাষ্য।