ক্যাটাগরি

নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর দুর্লভ ১০০ ছবির প্রদর্শনী শুরু

রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আইএসপি ভবনের দুতলায়
২৫ দিনব্যাপী এ আয়োজন শুরু করেছে প্রকাশনা সংস্থা ‘মুক্তধারা’।   

প্রদর্শনীতে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু

প্রদর্শনীতে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু

প্রদর্শনীর ভার্চুয়াল উদ্বোধন করেন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী
উদযাপন জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।

বক্তব্য দেন প্রদর্শনীর সমন্বয়কারি বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন
আহমেদ। বঙ্গবন্ধুকে নিবেদিত গান
শোনান রথীন্দ্রনাথ রায় এবং বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম।

সাংস্কৃতিক সংগঠক সেমন্তী ওয়াহিদের সঞ্চালনায় বঙ্গবন্ধু স্মরণে
কবিতা আবৃত্তি করেন এফআরএম রাশেদুল হাসান ও স্বাধীন মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে জিয়াউদ্দিন আহমেদ

উদ্বোধনী অনুষ্ঠানে জিয়াউদ্দিন আহমেদ

প্রদর্শনীর কিউরেটর হচ্ছেন ওবায়দুল্লাহ মামুন এবং সার্বিক সমন্বয়ে
রয়েছেন বিশ্বজিৎ সাহা ও শুভ রায়। উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা
লাবলু আনসার এবং বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।

৩১ মার্চ পর্যন্ত এ প্রদর্শনীতে আসতে আগ্রহীদেরকে ফোন করে অনুমতি
নিতে অনুরোধ করেছেন আয়োজকরা। স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সময় সোম থেকে শুক্রবার পর্যন্ত
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা এবং শনি ও রোববার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত
প্রদর্শনী উম্মুক্ত থাকবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!