এছাড়া জেলার নারীদের সব ধরনের সেবা এক জায়গা
থেকে দেওয়ার জন্য দিবসটি উপলক্ষে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্নার’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে বলে জানিয়েছেন ডিসি
কাজি মো. আব্দুর রহমান।
তিনি বলেন, সোমবার সকালে অ্যাপটি উদ্বোধনের
পর এর মাধ্যমে আবেদন করা তিন নারীকে জেলা প্রশাসনের গাড়িরচালক পদে অস্থায়ী নিয়োগ দেওয়া
হয়। এই নারীদের একজনের শরীরের বিভিন্ন অংশ আগুনে দগ্ধ হয়েছিল পাঁচ বছর আগে।
অ্যাপের মাধ্যমে আবেদন করা ছয় শিক্ষার্থীকে
শিক্ষাবৃত্তি ও পাঁচ উদ্যোক্তা নারীকে ঋণ দেওয়া হয় বলে জানান ডিসি।