ক্যাটাগরি

সাতক্ষীরায় ‘বড় ভাইয়ের দায়ের কোপে’ ছোট ভাই খুন

পাটকেলঘাটা থানার
ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, উপজেলার জগনান্দকাটি গ্রামে রোববার গভীর রাতে এ ঘটনা
ঘটে।

নিহত মন্তাজ
মল্লিক (৩৫) ওই এলাকার মজিদ মল্লিকের ছেলে।তিনি পাটকেলঘাটা বাজারের একটি গ্যারেজের
মিস্ত্রি ছিলেন।

ওসি বলেন, মজিদ
মল্লিক তার ছেলেদের মধ্যে জমি ভাগ করে দিয়েছেন। বন্টন করা ওই জমির সীমানা ও অবস্থান
নিয়ে গত কয়েক মাস ধরে বড় ভাই শাহাজাহান মল্লিকের সঙ্গে মন্তাজের বিরোধ চলছিল। মন্তাজ
রোববার রাত ১১টার দিকে কাজ শেষে মোটর সাইকেলে করে বাড়ির পাশে এসে পৌঁছায়।

“এ সময় তার বড় ভাই শাহাজাহান
দা দিয়ে তাকে এলোপাতাড়ি তাকে কুপিয়ে জখম করে। পরে খুলনা মেডিকোল কলেজ হাসপাতালে নেওয়ার
পথে মন্তাজ মারা যান।”

মন্তাজের লাশ
ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।