ক্যাটাগরি

কলকাতায় রেলের বহুতল ভবনে আগুনে নিহত ৭

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, নিহত সাত জনের মধ্যে চার জন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মী, একজন আরপিএফ কর্মী এবং একজন এএসআই রয়েছেন। নিহত আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আগুন লাগার পর নিহত সাত জনের মধ্যে পাঁচটি মৃতদেহ একটি লিফ্টের ভেতর পাওয়া যায় বলে জানায় এনডিটিভি।

২৫টি ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়, অন্যান্য মন্ত্রী এবং পুলিশের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছেন।

হুগলি নদীর কাছে নিউ কয়লাঘাট ভবনের ১৩ তলায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে যৌথভাবে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের কার্যালয় রয়েছে।

আগুন লাগার পর ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় অনলাইনে রেলের টিকিট বুকিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।