ক্যাটাগরি

ছয় পুলিশ সুপারের কর্মস্থল বদল

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়।

জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে আর খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে খুলনা আর চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মিলন মাহমুদকে চাঁদপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার গোলাম মোস্তফা রাসেলকে মাদারীপুর ও উপ-কমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে জয়পুরহাটের পুলিশ সুপার করা হয়েছে।