ক্যাটাগরি

নেত্রকোণায় শিলাবৃষ্টিতে ফল-ফসলের ক্ষতি

সদর উপজেলা, কলমাকান্দা, মদন, খালিয়াজুরি ও পূর্বধলা উপজেলায় মঙ্গলবার ভোর ৫টা থেকে অধা ঘণ্টার বেশি সময় ধরে এই শিলাবৃষ্টি হয় বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান।

তিনি বলেন, পাঁচ উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। তবে সদরের তিন-চারটা গ্রামে বেশি হয়েছে। এতে আম ও লিচুর মুকুলের ক্ষতি হয়েছে। তবে বোরো ধান ও সবজির তেমন ক্ষতি হয়নি। কোথাও বড় কোনো ক্ষতি হয়েছে কিনা তা দেখতে কৃষি কর্মকর্তারা মাঠে গেছেন । সন্ধ্যা নাগাদ জানা যাবে।

তবে বৃষ্টিতে বোরো ধানের কিছুটা হলেও উপকার হবে বলে তিনি জানান।