ক্যাটাগরি

মিয়ানমারে পুলিশি হেফাজতে এনএলডির আরেক কর্মীর মৃত্যু

এ নিয়ে গত দুইদিনে পুলিশি হেফাজতে এনএলডির দুই কর্মীর মৃত্যু হলো।

মঙ্গলবার মারা যাওয়া কর্মকর্তার নাম জউ মায়াত লিন।

সেনাঅভ্যুত্থানে বিলুপ্ত মিয়ানমারের উচ্চকক্ষের সদস্য বা মায়ো থেইন ওই কর্মকর্তার মৃত্যুর খবার জানান। বলেন, ‘‘মঙ্গলবার ভোররাত দেড়টার দিকে ইয়াংগন থেকে লিনকে আটক করা হয়েছিল। তিনি গত কয়েকদিন ধরে বিক্ষোভে অংশ নিচ্ছিলেন।

‘‘এখন তার স্বজনরা মিলিটারি হাসপাতাল থেকে তার ‍মৃতদেহ নিয়ে আসার চেষ্টা করছে।”

বার্তা সংস্থা রয়টার্স থেকে এ বিষয়ে জানতে মিয়ানমার সেনাবাহিনী এবং পুলিশ উভয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার খিন মং লাত নামে এনএলডির এক কর্মী পুলিশি হেফাজতে মারা যান।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির দল এনএলডিকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। তারপর থেকে দেশটিতে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে টানা গণবিক্ষোভ চলছে। পুলিশ বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করায় প্রাণহানির ঘটনাও ঘটছে।

মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ৬০ জনের বেশি বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। আটক করা হয়েছে ১৮শ’র বেশি বিক্ষোভকারীকে।