ক্যাটাগরি

হঠাৎ ব্যাক গিয়ারে চলল বাস, প্রাণ গেল ঝালমুড়ি বিক্রেতার

মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান (৪৫) টাঙ্গাইলের গোপালপুর থানার লক্ষীপুর গ্রামের আব্দুল
মিয়ার ছেলে। তিনি উপজেলা হরতকিতলায় ভাড়াবাড়িতে থেকে ঝালমুড়ি বিক্রি করতেন।

সালনা হাইওয়ে (কোনাবাড়ি থানা) এসআই আদম আলী জানান, বাসটি জব্দ করা হয়েছে।
তবে বাসটির চালককে ও হেলপারকে আটক করা যায়নি।

তিনি জানান, এক যুগ আগে খলিলুর জীবিকার তাগিদে পরিবার নিয়ে হরতকীতলা এলাকায়
ভাড়া বাসায় থেকে এলাকায় ঝালমুড়ি বিক্রয় করতেন। তার স্ত্রী স্থানীয় পোশাক কারখানায় চাকরি
করেন।

প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে খলিলুর রহমান কাজে বের হন। চন্দ্রার হরতকিতলায়
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থেমে থাকা ঠিকানা পরিবহনের এক বাসের পেছনে দাঁড়িয়ে ঝাল
মুড়ি বিক্রি করছিলেন তিনি।

“এক সময় বাসটির চালকের এক সহকারী বাসটি চালু করেন। অসাবধানতাবশত ব্যাক
গিয়ারে পড়ে গেলে বাসটি সামনের দিকে না দিয়ে পেছনের দিকে ছুটতে শুরু করে। কোনো কিছু
বুঝে ওঠার আগেই পেছনে দাঁড়িয়ে থাকা খুলিলুর বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান।”

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে বলেন এসআই আদম আলী।