ক্যাটাগরি

১০ লাখ ডলারের তহবিল পেল প্রাভা হেলথ

এর মাধ্যমে প্রথম ধাপের তহবিল সংগ্রহ
প্রক্রিয়া শেষ হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৮ সালে মোবাইল অ্যাপের মাধ্যমে
চিকিৎসকের পরামর্শ ও অন্যান্য স্বাস্থ্যসেবা চালুর ঘোষণা দিয়ে আলোচনায় আসে প্রাভা হেলথ।

চলমান মহামারীর মধ্যে প্রতিষ্ঠানটির
টেলিমেডিসিন ও বাড়ি বাড়ি গিয়ে কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ ও পরীক্ষা চালু করে।

এক বিজ্ঞপ্তিতে প্রাভা জানায়, প্রথম
ধাপের বিনিয়োগকারীদের মধ্যে কেকেআর গ্লোবাল ইন্সটিটিউটের চেয়ারম্যান ডেভিভ এইচ প্যাট্রিয়াস,
ওয়েলভিলের প্রতিষ্ঠাতা ইস্টার ডাইসন, সিঙ্গাপুরের এসটার ডিজিটাল হেলথ কেয়ারের উপদেষ্টা
জিরেমি লিম, এসবিকে টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবীর, ইয়োরা হেলথের প্রধান
নির্বাহী রুশিকা ফার্দান্দোপুল্লে এবং ওয়াক স্ট্রিট হেলথের সহ-প্রতিষ্ঠাতা জিওফ প্রাইস
রয়েছেন।

নতুন এই বিনিয়োগ কী কাজে ব্যবহার
করা হবে সে বিষয়ে স্পষ্ট করেনি প্রাভা। তহবিল সংগ্রহের পর প্রতিষ্ঠানটির মূলধন কত ছিল
তাও প্রকাশ করা হয়নি।

প্রাভার প্রতিষ্ঠাতা সিইও সিলভানা
কাদের সিনহা বলেন, “ঢাকার একটি সুপরিচিত বেসরকারি হাসপাতালে যে ধরনের উদ্বেগজনক আচরণ
করা হয়েছে তার পরেই আমি প্রাভা প্রতিষ্ঠা করতে বাংলাদেশে ফিরে আসি।

“আমার আরও কিছু ক্যান্সার আক্রান্ত
আত্মীয় স্বজনের ক্ষেত্রে ভুল ডায়গনাইসিসের ঘটনা ঘটেছে। বিশ্বাসযোগ্য স্বাস্থ্য সেবা
পেতে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশিকে বিদেশে যেতে হচ্ছে। এই পরিস্থিতিটাই আমাকে ভোগান্তির
শিকার হাজার হাজার মানুষের কথা ভাবতে উদ্বুদ্ধ করেছে; যারা চাইলের চিকিৎসার জন্য দেশের
বাইরে যেতে পারছেন না।”