চলচ্চিত্রটি ৩০ মার্চ মুক্তি দেওয়া হবে বলে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জিফাইভ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন।
২০২০ সালের শুরুর দিকে এ ছবির ঘোষণা দিয়েছিল জিফাইভ। গত বছরের মার্চ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েক দফায় শুটিং পিছিয়ে সম্প্রতি কাজ শেষ করা হয়েছে ছবিটির।
অপূর্ব-ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানা।
চলচ্চিত্রের একসঙ্গে এবারই প্রথমবারের মতো হাজির হচ্ছেন অপূর্ব-ফারিয়া।
২০১৪ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ছোটপর্দার অভিনেতা অপূর্বর।
উপস্থাপনা থেকে অভিনয়ে আসার নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৫ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’র মধ্য দিয়ে।
এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে তার। মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দরবন’।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন ফারিয়া।