ক্যাটাগরি

আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন, বিউমন্ট

নারী ক্রিকেটে এ মাসের সেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার ট্যামি বিউমন্ট।

গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মঙ্গলবার তাদের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এ বছরের শুরু থেকে ‘প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার দেওয়া শুরু করেছে আইসিসি। জানুয়ারির সেরা হয়েছিলেন ভারতের কিপার-ব্যাটসম্যান রিশাব পান্ত। আর মেয়েদের সেরা হন দক্ষিণ আফ্রিকার পেসার শাবনিম ইসমাইল।

ফেব্রুয়ারি মাসের সেরা বেছে নিতে খুব একটা বেগ পেতে হয়নি। গত মাসে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম তিন টেস্টে অশ্বিনের পারফরম্যান্স ছিল অসাধারণ।

প্রথম টেস্টে চেন্নাইয়ে অশ্বিন নেন ম্যাচে ৯ উইকেট, রান করেন ৪০; এর মধ্যে দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে উইকেট নেন ৮টি, দ্বিতীয় ইনিংসে খেলেন ১০৬ রানের দারুণ ইনিংস। আর তৃতীয় টেস্টে আহমেদাবাদে নেন ৭ উইকেট, স্পর্শ করেন ৪০০ উইকেটের মাইলফলক। সব মিলিয়ে তিন টেস্টে ২৪ উইকেট নেওয়ার পাশাপাশি করেন ১৭৬ রান।

অশ্বিনকে অভিনন্দন জানিয়ে তাকে সেরা হিসেবে বেছে নেওয়ার কারণ জানান আইসিসির ভোটিং একাডেমির সদস্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।

“সহায়ক কন্ডিশনে হলেও গুরুত্বপূর্ণ একটি সিরিজে ধারাবাহিকভাবে উইকেট নিয়ে দলকে এগিয়ে রাখতে সাহায্য করেছে অশ্বিন। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড যখন ম্যাচে ফিরতে লড়ছিল তখন দলের কঠিন সময়ে সে সেঞ্চুরি করেছিল। তার ওই পারফরম্যান্সে বন্ধ হয়ে যায় প্রতিপক্ষের ঘুরে দাঁড়ানোর পথ।“

নিউ জিল্যান্ডে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ছিলেন বিউমন্ট। খেলেন ৭১, অপরাজিত ৭২ ও অপরাজিত ৮৮ রানের ইনিংস।

আইসিসি ভোটিং একাডেমি ও বিশ্বজুড়ে ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে দুই বিভাগ থেকে নির্বাচন করা হয়েছে ফেব্রুয়ারি মাসের সেরা দুই ক্রিকেটার। আইসিসি ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।

সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয়েছে শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।