রাষ্ট্রপতি বুধবার কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেবেন বলে
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল
(বুধবার) বিকাল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি
টিকা নেবেন।”
কোভিড-১৯ মহামারীর বছর গড়ানোর পর টিকা এলে গত ৭
ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার।
মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম
ডোজ নিয়েছেন। গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা নেন।
সরকার ১৩ কোটি মানুষকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা
দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।