ক্যাটাগরি

কুমিল্লা উত্তর আ. লীগের সাবেক সভাপতি আউয়ালের মৃত্যু

জেলার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সোমবার রাত পৌনে ২টায় ঢাকায় গ্রীন রোডের বাড়িতে তিনি মারা যানন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আউয়ালের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চার মেয়ের বাবা ছিলেন।

চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, আউয়াল সরকার ডায়াবেটিস ও কিডনির রোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত ছিলেন। তিনি ঢাকায় স্কয়ার হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার জোহর নামাজের পর দাউদকান্দি উত্তর ইউনিয়নের বাহেরচরে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন, প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতাকে হারাল।

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।