ক্যাটাগরি

খুলনায় ইজিবাইকের চাপায় শিশু নিহত

মঙ্গলবার সকালে উপজেলার সেনের বাজার থেকে কালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমাইয়া মাবিয়া (১০) দুর্জনীমহলের মুরাদ পিয়াদার মেয়ে। সে দুর্জনীমহল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

আইচগাতি পুলিশ ফাড়ির ইনচার্জ রাশিদুল হক সরদার বলেন, সকালে সেনের বাজার থেকে কালিয়া সড়কে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল মাবিয়া। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা (ইজিবাইক) তাকে পেছন থেকে চাপা দেয়।

এলাকাবাসী রক্তাক্ত মাবিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেন তিনি।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে নড়াইলের কালিয়া উপজেলার আবুল খায়েরের ছেলে ইজিবাইক চালক জান্নাত হোসেনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।