ক্যাটাগরি

ঝিনাইদহে জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

মঙ্গলবার বিকালে মহেশপুর উপজেলার আলামপুর গ্রামে এ ঘটনায় আরও অন্তত পাঁচজন
আহত হয়েছে।

নিহত ওসমান বক্স (৬০) স্থানীয় আজিজ বক্সের ছেলে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, পারিবারিক জমি নিয়ে বড় ভাই ওসমান
বক্স এবং ছোট ভাইদের মধ্যে বিরোধ চলছিল।

এরই জেরে মঙ্গলবার দুপুরে আলম বক্স এবং খাদেম বক্সের কথা কাটাকাটির এক
পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

“ওসমান বক্স সংঘর্ষ থামাতে গেলে ভাতিজা আনোয়ারের ধরালো অস্ত্রের আঘাতে
গুরুতর আহত হন। এছাড়া সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়।”

সেখান থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে চিকিৎসক ওসমান বক্সকে মৃত ঘোষণা করেন।