ক্যাটাগরি

দুদকের মহাপরিচালক মফিজুর রহমানের মৃত্যু

সোমবার রাত দেড়টার দিকে ঢাকায় নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।

জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ও মো. মফিজুর রহমান ভূঞা গত দুই বছর ধরে প্রেষণে দুদকে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

মো. মফিজুর রহমান ভূঞা

মো. মফিজুর রহমান ভূঞা

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এক বিবৃতিতে বলেন, “মো. মফিজুর রহমান ভূঞার মৃত্যুতে দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ একজন অকৃত্রিম স্বজন হারিয়েছে। তিনি ছিলেন সততা, নিষ্ঠা, মেধা ও মননশীলতার অনুপম দৃষ্টান্ত।

“দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তার কর্মনিষ্ঠা, প্রজ্ঞা ও সততার প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছে।”

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দুদক চেয়ারম্যান।

জুডিশিয়াল সার্ভিস কমিশনের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা মফিজুর রহমান ভূঞা ২০১৯ সালের মে মাসে প্রেষণে দুদকে যোগ দেন।

তার আগে তিনি সিলেটের জেলা ও দায়রা জজ ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।