মঙ্গলবার ভোরে উপজেলার তিলচন্দী এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের
জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
নিহত মো. সবুজ (২৪) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামের সফিকুল
ইসলামের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, সোমবার
রাত ৮টার দিকে সবুজের সাথে তার পরিবারের লোকজনের শেষ কথা হয়।
রাতে বাড়ি ফিরে না আসায় তার মোবাইল ফোনে কল করলে রিং হলেও কেউ রিসিভ করেনি।
অনেক খোঁজাঁখুজির করেও তার খোঁজ পাওয়া যায়নি।
পরদিন মঙ্গলবার ভোরে আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের তিলচন্দী এলাকা সড়কের
পাশে হাত, পা এবং মুখ বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে তার স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেন বলেন তিনি।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, সবুজকে হাত, পা , মুখ বেঁধে শ্বাসরোধে
হত্যা করে তার অটো রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।