ক্যাটাগরি

মওদুদের অবস্থা সংকটাপন্ন

উন্নত চিকিৎসার জন্য ১ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে মাউন্ট
এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার মওদুদের একান্ত সহকারী মমিনুর রহমান সুজন বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যারের অবস্থার অবনতি হওয়ায় বিকালে উনাকে হাসপাতালের চিকিৎসকরা
আইসিইউতে স্থানান্তর করেছেন। অবস্থার অবনতি ঘটায় এটা করা হয়েছে। স্যারের জন্য দোয়া
করবেন সবাই।

“স্যারের ফুসফুসে গত ১২ দিন যাবত পানি জমা হচ্ছে, যার কারণে
ফুসফুসে অক্সিজেন গ্রহণক্ষমতা একেবারেই কমে গেছে।পাশাপাশি উনার কিডনি জটিলতাও দেখা
দিয়েছে। আইসিইউতে নিয়ে উনার কিডনি ডায়ালাইসিসও শুরু করার কথা রয়েছে।”

মওদুদ আহমদের রোগমুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর
কাছে দোয়া চেয়েছে বলে জানান সুজন।

হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস থোর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন
মওদুদ। তার স্ত্রী হাসনা মওদুদও সিঙ্গাপুর রয়েছেন।

৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস, বুকে ব্যথা
অনুভব করলে মওদুদকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭ জানুয়ারি তার হৃদযন্ত্রে
স্থায়ী পেসমেকার বসানো হয়।

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুদারের তত্ত্বাবধানে
তিনি চিকিৎসাধীন ছিলেন।

১৯৭৮ সালে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে মওদুদ আহমদও
দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন। পরে সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা দখলের
পর  তিনি তার দল জাতীয় পার্টিতে যোগ দেন।

এইচ এম এরশাদের সরকারের প্রধানমন্ত্রী, উপ রাষ্ট্রপতির দায়িত্ব
পালন করা ব্যারিস্টার মওদুদ পরে আবার বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়ার সরকারের আইনমন্ত্রী
ছিলেন।

মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ পল্লী কবি হিসেবে
খ্যাত কবি জসীম উদ্দীনের মেয়ের।