রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মোসাব্বিরুল ইসলাম মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই আবেদন করেন।
মোসাব্বিরুল ইসলাম বলেন, “গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁচাত্তরের ১৫ অগাস্ট স্মরণ করিয়ে দিয়ে প্রাণনাশের হুমকি ও সরকার উৎখাতের বক্তব্য দেওয়ায় চারজনের বিরুদ্ধে এই আবেদন করা হয়েছে।”
মিনু ও দুলু ছাড়া অন্য দুইজন হলেন- রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন।
মোসাব্বিরুল ইসলাম বলেন, চারজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলে রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে রেকর্ড হবে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান আওয়ামী লীগ নেতারা।
মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সংবাদ সম্মেলনে বলেন, গত ৩ মার্চ প্রতিবাদ সভায় মিজানুর রহমান মিনুসহ বিএনপির নেতাদের ক্ষমা চাইতে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়। ক্ষমা না চেয়ে রোববার মিনু দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। ক্ষমা না চাওয়ায় মহানগর আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
মোসাব্বিরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর ইকবাল, নওশের আলী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লেমন সংবাদ সম্মেলনে ছিলেন।
এ ব্যাপারে মিজানুর রহমান মিনুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে চাননি।