ক্যাটাগরি

রণবীর কাপুরের কোভিড-১৯ পজেটিভ? চাচা বলছেন, “আমি ঠিক জানি না।”

একটি অনলাইন সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে খবরে প্রকাশ, বলিউড অভিনেতা কোভিড-১৯’শে আক্রান্ত।

রণবীরের ঘনিষ্ট একজনের বরাত দিয়ে পিংকভিলা ডটকম দাবী করে, রণবীর কারোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজেকে কোয়ারেন্টিনে রেখেছেন। এবং বিশ্রামে আছেন।

খবরটি নিশ্চিত করতে এই সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হয় রণবীরের চাচা অভিনেতা রণধীর কাপুরের সঙ্গে।

জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে ‘হ্যাঁ’ বলেন।

তারপরেই দ্রুত জবাব দেন, “জানি সে ভালো নেই। তবে কী হয়েছে জানি না। আমি শহরের বাইরে।”

এই বিষয়ে রণবীরের মা অভিনেত্রী নিতু কাপুর ও অভিনেতার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

এর আগে ‘যুগ যুগ জিও’ ছবির কাজের সময় নিতু কাপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার সহ-অভিনেতা বরুন দেওয়ান-ও কোভিড-১৯’য়ে আক্রান্ত হন।

লকডাউন শিথিল হওয়ার পর এই বছরের প্রথম থেকেই কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে করণ মালহোত্রার ‘শমশেরা’ ও আয়ান মুখার্জির ‘ব্রক্ষ্মাস্ত্র’