ক্যাটাগরি

হোয়াইট হাউজ ছাড়ছে বাইডেনের পোষা কুকুর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনের দুইটি পোষা জার্মান শেফার্ড কুকুর আছে। সেগুলোর একটি নাম চ্যাম্প এবং অন্যটির নাম মেজর।

বিবিসি জানায়, সম্প্রতি মেজর হোয়াইট হাউজের কর্মী এবং নিরাপত্তারক্ষীদের কয়েকবার কামড়ে দেওয়ার চেষ্টা করেছে। যে কারণে কুকুর দুটিকে হোয়াইট হাউজ থেকে ডেলাওয়ারের উইলমিংটনে বাইডেনের পারিবারিক বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের অভিষেকের চারদিন পর তাদের কুকুর দুটিকে হোয়াইট হাউজে আনা হয়েছিল। ওই সময় সব আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কুকুর দুটির ছবি ও খবর ফলাও করে ছাপা হয়।

বলা হয়, বাইডেন পরিবারের হাত ধরে আবারও হোয়াইট হাউজে ফিরেছে কুকুর। যুক্তরাষ্ট্রের ১০০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলেই হোয়াইট হাউজে কোনো পোষা কুকুর ছিল না।

বাইডেন পরিবার ২০১৮ সালে তিন বছরের মেজরকে প্রাণীদের একটি শেল্টার থেকে দত্তক নেয়। মেজরই শেল্টার থেকে হোয়াইট হাউজে বসবাস করতে যাওয়া প্রথম কুকুর। চ্যাম্পের বয়স ১৩ বছর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সিএনএনকে বলেন, মেজর হোয়াইট হাউজের কর্মী ও নিরাপত্তারক্ষীদের দেখলে লাফালাফি ও ঘেউঘেউ করে এবং তাদের কয়েকবার তাড়া করেছে।

গত মাসে একটি অনুষ্ঠানে জিল বাইডেনও বলেছিলেন, তিনি চেষ্টা করছেন যেন তাদের পোষা কুকুর দুটি হোয়াইট হাউজের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে।

বলেন, ‘‘তাদের লিফ্ট ব্যবহার করতে হচ্ছে, যেটাতে তারা অভ্যস্ত নয়। তারা যখন সাউথ লনে যায় তখন অনেক মানুষ ভিড় করে তাদের দেখে। আমি চেষ্টা করছি যাতে তারা এসবে মানিয়ে নিতে এবং শান্ত থাকতে পারে।”